কবি জীবনানন্দ দাশ বলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি একই ভাবনার উত্তরাধিকার সকলেই অভিনেতা, কেউ কেউ শিল্পী। আমাদের ‘অভিনেতা’ শিল্পী এবং শিল্পীযোদ্ধা। সে বাঁচে বাংলাদেশে কিন্তু সে লড়াই করে পৃথিবীর সকল বঞ্চিত, নিপীড়িত মানুষের জন্য, মানুষের হয়ে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কুসংস্কার, র্ধমান্ধতা, রাষ্ট্রীয় বা সামাজিক অনাচার, অমানবিকতা, অপসংস্কৃতি ও রুচিহীনতার বিরুদ্ধে সে লড়াই করে।
অভিনেতা
OVINETA
অভিনেতা নাটকটি ৮ই র্মাচ ২০২৪
নারী দিবসে সন্ধ্যা ৭টায় জাতীয় শিল্পকলা
একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়।
‘অভিনেতা’ রচনা করেছেন অনন্ত হীরা,
আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। ‘অভিনেতা’ নির্দেশক বলেন, কবি জীবনানন্দ দাশ
বলেন, সকলেই কবি নয়, কেউ
কেউ কবি একই ভাবনার উত্তরাধিকার
সকলেই অভিনেতা, কেউ কেউ শিল্পী।
আমাদের ‘অভিনেতা’ শিল্পী এবং শিল্পীযোদ্ধা। সে বাঁচে বাংলাদেশে কিন্তু সে লড়াই করে পৃথিবীর সকল বঞ্চিত, নিপীড়িত মানুষের জন্য, মানুষের হয়ে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কুসংস্কার, র্ধমান্ধতা, রাষ্ট্রীয় বা সামাজিক অনাচার, অমানবিকতা, অপসংস্কৃতি ও রুচিহীনতার বিরুদ্ধে সে লড়াই করে
অভনিতো নাটকে অভনিয় করনে অনন্ত হীরা, প্রকৃতি শিকদার ও সবুক্তগীন শুভ। নূনা আফরোজ এই নাটকে নির্দেশনা ও কস্টিউম ডিজাইন করেছেন। মঞ্চ সজ্জায় আছনে সাজু খাদেম, আলো প্রক্ষপণে ঠাণ্ডু রায়হান ও সঙ্গীতে আছেন নীল কামরুল।
এছাড়াও
নাটকটিতে পোস্টার করেছেন চারু পিন্টু।
কোরিওগ্রাফি করেছেন প্রকৃতি শিকদার । রূপসজ্জা
করেছেন মোহাম্মদ আলী বাবুল।
Leave a reply here